করোনাভাইরাসের সর্বশেষ News Update


# নভেল করোনাভাইরাস ছড়িয়েছে একশর বেশি দেশে। # বিশ্বজুড়ে আক্রান্ত: ১ লাখ আট হাজারের বেশি । # মৃতের সংখ্যা: ৩ হাজার আটশ জনের বেশি । # বাংলাদেশে আক্রান্ত: ৩ জন।


***
স্কুলে থেকে বের হবার পর পরই হ্যান্ড স্যানিটাইজার দিয়ে সন্তানের হাত ধুয়ে দিচ্ছেন এক ব্যক্তি। ছবি: মাহমুদ জামান অভি
 
বেঁধে দেওয়া হল হ্যান্ড স্যানিটাইজারের দাম
বাংলাদেশে নভেল করোনাভাইরাসের রোগী ধরা পড়ার পর হ্যান্ড স্যানিটাইজার কেনার হিড়িক পড়ায় এর দাম নির্ধারণ করে দিয়েছে সরকার।
সাতটি কোম্পানির স্যানিটাইজারের দাম নির্ধারণ করে দিয়ে সোমবার রাতে গণবিজ্ঞপ্তি দিয়েছে ঔষধ প্রশাসন অধিদপ্তর। নির্ধারিত দামের চেয়ে বেশি অর্থে বিক্রি করলে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও হুঁশিয়ার করা হয়েছে।


মোদীর সফর আপাতত বাতিল
বিশ্বজুড়ে নভেল করোনাভাইরাসের প্রাদুর্ভাবের প্রেক্ষাপটে বাংলাদেশ সরকার মুজিববর্ষের অনুষ্ঠান সীমিত করার পর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও আপাতত আর আসছে না। 
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রাভীশ কুমার সোমবার নয়া দিল্লিতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা জানান।
তিনি বলেন, “বাংলাদেশ সরকার আমাদের জানিয়েছে, ওই অনুষ্ঠানের পরবর্তী তারিখ তারা পরে আমাদের জানাবে। কাজেই প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমন্ত্রণে আগামী সপ্তাহে প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদীর বাংলাদেশে সফরের যে সূচি ছিল, তা পিছিয়ে দেওয়া হলো।” 
***

0 Comment "করোনাভাইরাসের সর্বশেষ News Update"

Post a Comment

Hi, I am Alamin khan..This Web site Admin..What i can help you.? tell me now... Email:alaminitbd1@gmail.com
http://m.facebook.com/alaminitbd1