করোনাভাইরাসে আক্রান্ত ব্যক্তির প্রাথমিক লক্ষণ

করোনাভাইরাসে আক্রান্ত ব্যক্তির প্রাথমিক লক্ষণ


বিশ্বব্যাপী করোনাভাইরাস রোগে আক্রান্ত হচ্ছে মানুষ। বাংলাদেশেও এই রোগে আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে। এবার জেনে নিন করোনাভাইরাসে আক্রান্ত ব্যক্তির প্রাথমিক লক্ষণ।

  • জ্বর
  • অবসাদ
  • শুষ্ক কাশি
  • শ্বাস কষ্ট
  • গলা ব্যাথা
  • কিছু রোগীর ক্ষেত্রে উপরোক্ত সকল উপসর্গ দেখা গেলেও জ্বর থাকেনা

জ্বর: করোনাভাইরাস আক্রান্ত ব্যক্তির শরীরে জ্বর থাকবে। তবে জ্বর হলেই মনে করা যাবে না যে আপনি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।



গলা ব্যাথা: করোনায় আক্রান্ত ব্যক্তির গলা ব্যাথাও আছেন।

 শুষ্ক কাশি: দিনের বেশির ভাগ সময় শুষ্ক কাশি থাকে।


শ্বাস কষ্ট: শুরু থেকেই করোনা আক্রান্ত ব্যক্তি শ্বাস কষ্টে ভোগেন।




অবসাদ: করোনায় আক্রান্ত ব্যক্তি অবসাদগ্রস্থ হয়ে থাকেন।



0 Comment "করোনাভাইরাসে আক্রান্ত ব্যক্তির প্রাথমিক লক্ষণ"

Post a Comment

Hi, I am Alamin khan..This Web site Admin..What i can help you.? tell me now... Email:alaminitbd1@gmail.com
http://m.facebook.com/alaminitbd1